সৃষ্টির খেলায় আজ আমি পরাজিত।
সাম্রাজ্যিক বাসনায় জর্জরিত আমার মস্তিষ্ক,অলিন্দ ও নিলয়;
আমার ধমনী ও শিরায় শিরায় মধ্যযুগের বর্বরতা ও আদিম জিঘাংসা;
প্রতিদিন আমাকে খুন হতে হয় নয়তো খুনী এই ভূমিতে!
নেরুদার কবিতার দেশে নয় তো শ' র নাট্যমঞ্চে!
কল্পনার সফেদ ফেনা,অজানা কোন নক্ষত্র পতন
কিংবা ইতিহাসের কালো মেঘে ঢেকে যাওয়া মহৎজীবন--
কিছুই আমার ভিতরে দ্যোতনা সৃষ্টি করে না!
কেবল চেয়ে চেয়ে দেখি,
গজভূক্ত কপ্পিথের মত শাসহীন মানুষগুলো
বেঁচে আছে প্রতারিত অথবা প্রতারক হয়ে;  
সাম্রাজ্যবাদের বিশাল কর্মযজ্ঞে কবিতাও আজ
আমারই মত পরাজিত অথবা মৃত !
এটা কী কোন কবি কিংবা মানুষ মেনে নিতে পারে ?
                      রচনা:২৬/০৭/২০১৭