ঘুরে ফিরে সেই এক ছবি
চোখে ভেসে ওঠে
জ্যোৎস্নায় ভেসে যায় অরণ্য
পায়ে পায়ে উষ্ণ মরুভূমি
মরীচিকায় আহত মানুষ
রক্তে প্রবল বেগে অশ্ব ছোটে


পিছনে পড়ে থাকে ধুলোর পথ।


সাদাসিধে নাগরিক দ্যাখে   
ধুলো জমে ইতিহাসে
ঘাতক কার্ণিশে বসে
দিনরাত শান দেয় ছুরিতে
কে তাকে দিয়েছে
হত্যার অধিকার এই পৃথিবীতে?


কবিতা, এখনি শব্দ শান  
করোটির ভিতর;
নিক্ষেপ কর সময় বিরুদ্ধ শর।
মুক্তির অপেক্ষায় আছে নিঃসঙ্গ ভোর।


ঘুরে ফিরে সেই এক ছবি
চোখে ভেসে ওঠে
চিরচেনা দুঃখ নিয়ে
কফিনে শেষ পেরেক ঠুকে
যখন তুমিও যাও চলে
দূরে দাঁড়িয়ে বিদূষক হাসে।