ফিরা
গুবরে পোকাদের শহর থেকে জোনাকির ভিড় ঠেলে আমি যখন খুব গোপনে পৌঁছে গেছি তোমার তরঙ্গদ্রাঘিমায়; মানুষ আর ছায়ার তফাৎ বুঝতে না পেরে একটি অচেনা রাস্তাধরে হাঁটতে হাঁটতে তুমি রামধনুর ভিতর চলে গেলে; কয়েকটা কুকুর তোমার পোশাকের গন্ধ নিয়ে ফিরে এলো আমার কাছে; এবার আমার ফিরবার পালা...।।


যা কিছু ভালো


আমাদের পথে ঝাঁকে ঝাঁকে টিয়া ঠোঁটে লাল রক্ত; আমরা কেউ আর রক্ত দেখে ভয় পাই না,আঁতকে উঠিনা এখন; তিন পুরুষের আকালে শুকিয়ে গেছে চোখের জল, অবশিষ্ট পান্তাভাতে লঙ্কা-নুন; শুধু সুখের বাগান মায়ের আঁচল; ধরতে গেলেই পিছলে যায় আলো; তখন দাঁতের ফাঁকে ফাঁকে লুকিয়ে রাখি একজীবনের যা কিছু ভালো..।।


একুয়ারিয়াম
চোখের সবুজ ক্ষয়ে গেলে সব কিছু মাটি মাটি লাগে তখন কোন কিছু বোঝার আগেই ভেসে যাই আগুনে ও জলে সমান তালে; একটি রাত দরজা খুলে দিলে কিংকর্তব্যবিমুঢ় আমরা হুড়মুড় করে ঢুকেপরি ভিতরে; অন্ধকারের পাঁজরে অগ্নি-বারুদ, দু-দুটি যুদ্ধক্ষত, ধ্বংসস্তূপ; সভ্যতা একুয়ারিয়ামে আমরা রঙিন মাছ; বুকে বাজপাখির শ্বাস...  আমাদের জানলায় হাতছানি দেয় আসন্ন সর্বনাশ;


জাতিসংঘ
আকাশ ও মাটির ফাঁকে ছড়ি হাতে দাঁড়িয়ে আছে পৃথিবীর একচক্ষু সম্রাট; কর্তাদের মনোবাসনা পূর্ণ না হলে আমরা
(তাদের নির্মিত তৃতীয় বিশ্ব) মার খাই দিনরাত; তারা চায় হাড়-মাংস-রুটি আর মদ--- আমরা বিশুদ্ধ পানীয় জল;
সমুদ্র মানুষ্য ভাগার--ভাসমান নরকঙ্কাল; সম্রাটের সমস্ত কলকব্জা হয়ে গেছে বিকল;