যারা আজ ভুলে গেছে সেই সব ঘটনাপ্রবাহ
জীবন মৃত্যু বাস্তুসংস্থান-
যাদের বুকের কাছে হাঁ হয়ে আছে জলের মুখ
এসো মেয়ে, তাদের মনে করিয়ে দিই
ডানার নিচে কিভাবে একটা আস্ত শীতকাল লুকিয়ে রেখে
জীবনের এতোগুলো বসন্ত আমরা পার করে এসেছি!  


শ্বেত পায়রার ঠোঁটে ঠোঁটে আমাদের আদিপাঁচালী
পরিপাটি ঘর গেরস্থালী, মহুয়ার ঘ্রাণ
ছবির মতো রঙিন স্মৃতি ধূলিমলিন  
এসো মেয়ে, জ্যোৎস্নার প্লাবনে ভাসি
করতলে আবার আগুন ধরি
যাপন করি এমনি সুখদ দিন।


মনে করিয়ে দিই গাঢ় শ্রাবণ, খনার বচন
গোয়াল ভরা গরু,পুকুর ভরা মাছ,
গোলা ভরা ধান, জীবন মৃত্যু বাস্তুসংস্থান
যারা আজ ভুলে গেছে সেই সব ঘটনাপ্রবাহ
কোদালে কাটা মাটি, জীবন বদলে নদী
শিশু, ফড়িং, হলুদ প্রজাপতি


সবুজ বদলে লাল, লাল রক্ত, রক্ত লাল  
স্বাধীনতা,স্বাধীনতা কেবল স্বাধীনতা !!