কী বিপুল বিন্যাসে ছড়িয়ে আছ—এই বাংলাদেশে
খালি পায়ে হাঁটতে হাঁটতে তোমার কাছে যাই
ধুলোবালি কাদা গায়ে তোমার কোলে মাথা রেখে
নিশ্চিন্ত শান্তির ঘুম—
তবু ভয়—মানুষের সঙ্ঘবদ্ধতা আজ ঘুঁচে গেছে
মাথাভর্তি এটমচিন্তা নিয়ে  
মানুষ নিজেই এক অলৌকিক মহাবিস্ফোরক
আগুন নিয়ে খেলছে রাতদিন—
আর নিজেরই ঝলসানো রক্তমাংসে তৃপ্তির আস্বাদ খুঁজছে
রাতজ্বরে আক্রান্ত বিশেষ ব্যবস্থায়
কে কাকে স্বর্গলোক দেখাবে দিকে দিকে
তারই অবাধ প্রতিযোগিতা চলছে
আর আমি অন্ধের মতোন মাতৃঋণে মাথায় তুলে নিয়েছি
মরচে পড়া ভাঙা টিনের বাক্স
তবে কি ভুলভাবে বেঁচে আছি চাঁদের উল্টো পিঠে
জরিয়ে আছি প্রশ্নহীন ভুল মানুষে, ভুল বিশ্বাসে