চারপাশে কোথাও পিনপতন শব্দ নেই
যেন নিসর্গের স্তন খামছে ধরেছে অন্ধকার!
মননে মগজে শুধু বিষণ্ণ শূন্যতার
উদগ্র আস্ফালন !
নকল বিজ্ঞাপনে ঠাসা ব্যস্ত এই নাগরিক জীবন
বড় বেশি যন্ত্রণা দেয় এখন;


অথচ, এই আমিই-
অবিকল তোমাদের মতোন
জীবন পাবার লোভে কাদা-মাটি-জল ছেড়ে
একদিন উঠে এসেছিলাম নাগরিক বন্দরে;
শিখে নিয়েছিলাম আত্মাকে বশ করার  
জাদুকরী কৌশল!


সেই থেকে---
মিথ্যা ও মূঢ়তার মিছিলে
পা ফেলে চলেছি সমানতালে!
গ্রোগাসে গিলেছি ন্যায়, সত্য,সুন্দরের পত্র-পুষ্প-ফল!
রক্ত থেকে মুছে ফেলেছি মনুষ্যত্বের অহংকার!
চকচকে বার্নিশ করা আসবাবের ফাঁকে  
লুকিয়ে রেখেছি মহাকাব্যিক শোক!
রমন,ভোজনের উন্মত্ত আচ্ছ্বাদনে
ঢেকে দিয়েছি হৃদয়ের সবুজ প্রাঙ্গন;


তবুও দৈবাৎ!
আসমানি পর্দা ফুঁড়ে বেড়িয়ে আসে
কাদা-মাটি-জলের মায়াবী আর্তনাদ !
বেহুদা বাতাস কোথা থেকে যেন
বয়ে নিয়ে আসে তামাটে ঘ্রাণ;  
স্নায়ুর পাটাতনে ডানা মেলে সনাতন শ্লোক
তখন বিহ্বল চোখে শুধু চেয়ে থাকি!!