ভুল করে যার করতলে
ফুটেছে রক্তজবা
আমি চিনি তাকে
কিন্তু কাউকে বলবো না তা


মধ্যবিত্ত ক্ষোভের চোখে আগুন জ্বলে
দাম্পত্য অভিমান গ্লাস ভাঙ্গে রাত্রিবেলা
আমি জানি তাদের গোপন কথা
কিন্তু কাউকে বলবো না তা


যারা রক্ত ঘামে
হাতুড়ি শাবলে জীবন শানে
তারা জানে
বেঁচে থাকার আসল মানে
বলে আমার কানে কানে
কিন্তু কাউকে বলবো না তা


কাথার পিঠে কথা চড়ে  
চারপাশে টিকটিকি রাজনীতি
ঘোরাফেরা করে
বেনামে সোনার স্বপন নিলামে তোলে
আমি জানি সেইসব দুঃখগাঁথা
কিন্তু কাউকে বলবো না তা।