হ্যাঁ, আজ স্বীকার করছি কবিতা  
তুমি এখন ব্যর্থ শিল্প!
প্রতিনিয়ত বেদনা প্রসব করতে করতে
তুমি এখন ক্লান্ত,অবসন্ন বিবস মধ্যাহ্ন!  
হৃতসর্বস্ব অসহায় রমণীর মতো
আমার বুকে আছড়ে পড়ে  
খামচে ছিড়ে ফেল জামার বোতাম
অথচ মাত্র কয়েক দশক আগেও
তোমার চুম্বনে রক্তে এতো
তীব্র লাল আগুন জ্বলে উঠত  
মনে হত আসন্ন শতাব্দীতে
পৃথিবীর কোথাও কোন বরফ জমবে না
কেবল তুমি আর আমি ছাড়া
সমস্ত সৃষ্টিই নিমজ্জিত হবে লবণ জলে
তোমার সবুজ শাড়ি আর লাল টিপ
আমাকে ভীষণ টানত; এখনো টানে-  
কিন্তু তুমি পোশাকের আড়ালে কেমন করে
যেন লুকিয়ে ফেল রোদ বৃষ্টি, বহতা নদী...  
মেঘাচ্ছন্ন হয়ে যায়
তোমার অবয়ব আর লাল টিপ!
তবু আমি জানি, গোপনে গোপনে
এখনো তুমি মানবিক দুঃখের প্রহরী।