স্বপ্ন শস্যের শিল্পীরা কি আজ ভুলে গেছে
বীজ বোনার সনাতন কৌশল ?
এই বঙ্গ ভূমিতে সমস্ত শিল্প কি আজ ব্যর্থ
ব্যর্থ সব দৃপ্ত উচ্চারণ! দ্যাখো-
আমার তামাটে বুক করাৎকাটা বৃক্ষ যেমন
নক্ষত্র খচিত পথ কালের চাতক!
আমারি ছায়ায় লুকিয়ে আছে গোলাপ ঘাতক!  
বাতাসে বাতাসে ফিসফিস নিষিদ্ধ সংলাপ
স্বজনের চোখে ভয়, দগদগে অভিশাপ!  
প্রজাপতির পাখায় দাউ দাউ আগুন
পুড়ে ভস্ম আমার তাবৎ শস্য ভান্ডার !
মুখ ফিরিয়ে নিয়েছে কিশোর হরিণ
বনভূমি এমন শূন্য অসার!  
আর কবিতা,তুমি স্বর্গীয় কেশর উড়িয়ে  
কি করে আসবে রক্তমাংস পোড়া এই মুলুকে?