এই ভাবে কি কবিতা হয় ?
কোথায় লুকিয়ে রেখেছ হৃদয়?
চায়ের কাপে দেখি, ঠিক কবিতা নয়
তবু তোমার বুকের ক্ষত
কীভাবে গিলে ফেলল বিকেল !
গোধূলির আগুন মেখে
সন্ধ্যার মুখের মতো মুখ পৃথিবীর –তোমার;
বিবর্ণ ধূসর গোপন দুঃখের মিনার!  
এখন তোমাকে লুকাতে গিয়েই বুক ফেটে চৌচির
ছড়িয়ে যায় চৌদিকে বাতাসের চিৎকার!
সমুদ্র নয় তবু  
তোমার চোখের মতো গাঢ় নীল যদি কিছু হয়
ভেসে ভেসে কবিতার দিকে যাওয়া যায়...