ভ্রুর বিদ্রুপ,ক্রুর হাসি উপেক্ষা করে
মানুষের খুব কাছাকাছি
নেমে আসার প্রাণান্তকর চেষ্টায় ঝুলে আছি
শুষ্ক বৃক্ষে প্রতিভার উজ্জ্বল ফল লেহনরত—
স্নায়ু বিরুদ্ধ শব্দ কোলাহল, শ্বাসমূলে জমাট রক্ত
চেপে ধরে মজ্জার সারবস্তু !!


তবুও সুন্দর—শাশ্বত প্রার্থনা ধারণ করে জীবন
ভাষা ও বোধের অন্তরালে ছেনেছে মূলতঃ দগ্ধীভূত
অস্তিত্বের ছালবাকল! জেনেছি আরও—
গাঢ় বেদনায় সিক্ত হৃদয় প্রচ্ছন্ন ছায়া খোঁজে
জ্বলে ওঠে শান্তির মতো শুভ্র মানুষের ভিতর
সত্তার অন্ধকারে মুখ ও মুখোশ একাকার হলে
পায়ের কাছে নুয়ে আসে পাপবিদ্ধ মাথা
ক্ষতবিক্ষত পাথর ভেঙে গড়িয়ে যায় পথ—স্বচ্ছ্ব সরল !!


লবণজল শুষে ফুলে ওঠা পেটের ভাঁজে প্রগাঢ় বিশ্বাসে
ছড়িয়ে দিই শস্যবীজ—শাণিত গোপন পদ্ধতি, প্রয়োজনীয় উত্তাপ...
ক্লেদকলঙ্ক মোহ ভুলে আংশিক ভেসে থাকি, ডুবে থাকি—শ্যামল চোখ
আলোর প্রবল স্রোতে নেমে আসি—সনাতন আঙিনায়
ভালোবাসি চন্দ্রালোকিত নিবিড় বাগান
ঝুঁকে থাকি, নুইয়ে থাকি মানুষের খুব কাছাকাছি !!