কথাগুলো মৃত পাতার মতো কাঁপে, ঝুলে থাকে সবুজ সাপ—লতা গুল্ম শাখে
আমাদের দেখাগুলো নিয়ে কেউ ভাবে না, চেতনার ভীমরুল কামড়ে ধরে মাটি—
ভেঙে যাওয়া বিকেলের শরীরে ঘাস ফড়িংয়ের গান, ভালোবাসার গন্ধ মেখে
নীরে ফেরার নাম করে পাখিরা ঢুকে পড়ে চোরাপথে রক্তের গভীরে—
সন্ধ্যার পালক ছুঁয়ে গোধূলি নামলে ডুবতে ডুবতে আমাদের জ্বলে ওঠা মুহূর্তগুলো
ঢেউ ভেঙে উঠে আসে—বুকের কাছে মুখের কাছে থকথকে ভয়!
চেয়ে থাকতে থাকতে কাদামাটি জলের সংসারে দুগ্ধ-মধু লোভী জিভ পায়—মশলার স্বাদ;
রন্ধনশালার ধোঁয়ায় ধোঁয়ায় আমাদের স্নায়ুচ্যুত চিন্তাগুলো মিশে যায়!