তোমার ধুলোর পথে ছড়িয়ে আছে ভাটফুল। জীবনের উৎসবে ব্যস্ত নাবিক,শস্যের স্তনভারে দুলছে তোমার জাহাজ মাস্তুল। এখন তুমি নেমে যাও সমুদ্রে আর প্রায় ক্ষয়ে যাওয়া আঙুলে তুলে আন সোহাগের চুমু। কিন্তু সাবধান! আমি জানি, দ্বার খুলে দিলে সরল যোনি, তোমাকে ঘিরে ফেলে বিকৃত ক্ষুধা-বিবিধ অসুখ! তখন ভুলে যাও গোধূলির গান। কেবল পাখির কিচিরমিচির সন্ধ্যার শরীরে জাগিয়ে তোলে অন্ধকার!