ক্রমে ক্রমে মানুষ জেনেছে শুধু ভাগাড় নয়
বাগানেও এখন মৃতগন্ধ ভাসে
ফুলের গন্ধ ম্লান হলে
যারা কীটদষ্ট গলিত পচা মাংসে উত্তাপ খোঁজে
তাদের সাথে মাছিদের সখ্যতা আছে
সভা সেমিনারে
আলোর ঝুঁটি ধরে বসে আছে ঠিকাদার  
দান খয়রাতে কমতি নেই
তৃতীয় বিশ্বসভ্যতার নব্য পাহারাদার  
ঝড়ো হাওয়ায় দাঁড়কাক উড়ে যায়
চর্মচক্ষু ঠুকরে খায় স্বজাতি ভাই
জলের মাতম দেখে
তাবৎ অন্ধকার সমেত আমিও নেমে যাই
নিজের ছায়া নিজেই মারায়
অথবা গিলে খাই
শ্বাপদ বিষ ছড়ায়
হাড় মাংস প্রতিটি রক্তকাণায়
কী এসে যায় ঘোর অমাবস্যা বা পূর্ণিমায়
রতিকাতর জ্যোৎস্নায়
শোক সন্তাপময় জীবন বন্দনায়
নত হতে হতে ভেঙে পড়েছে
তোমার আমার সতন্ত্র‍ আকাশ
অলক্ষ্যে পৃথিবীর সব বাগান থেকে  
চিরতরে পুষ্পের হাসি মুছে যায়
তখন তাবৎ অন্ধকার সমেত আমিও নেমে যাই