বুকের উপর এই যে আলোর ঝলোড়
ঠিক তার ভিতরের অন্ধকারেই আমি আছি
কখনো সখনো কাঁচা রোদের মতো  
জীবন হেসে উঠলে উঁকি মেরে দেখে নিই
বেদনা বিষাদের কতোটা কাছাকাছি?


অচেনা হাওয়ার তরঙ্গ
এলোমেলো করে দেয় স্মৃতির বিন্যাস
জলে স্থলে অন্তরীক্ষে
সুললিত গন্ধের অমোঘ টানে…
যেন পথ ভোলা এক মোহিত সন্যাস!  


কখনো জীবন ছাপিয়ে ছলকে ওঠে জল
দুঃসাহসে পান করে ফেলি চুমুকে চুমক !


এমনতো হয় কখনো অসতর্কতায়…  
পাখির কলোরব মৃত্তিকার ঘুম ভাঙ্গায়
বৃন্ত থেকে নিঃশব্দে খসে পড়ে ফুল  
কেবল আমার কাছে নির্লীপ্ত বকুল
কী চায় ? প্রাণ ভ্রমরার গুনগুন?