আমাদের কি আদৌ জানার প্রয়োজন আছে ?
সমস্ত কর্মযজ্ঞ শেষে কীভাবে মানুষ ঘুমায়
কাত হয়ে না চিত হয়ে; কাঠকয়লায় পোড়া জীবন।
কীভাবে একটি ফুলের বাগান করবে
এই ভাবনা ভাবতে ভাবতেই এতোটা কাল চলে গেল !
চষা জমিন ভরে উঠল আগাছায়।
এখন তো জলের মৌসুম; ফুঁসে উঠেছে জলজ যৌবন।
বিচিত্র স্বাদগন্ধময় রক্তে মৎস্য সাঁতার
এক নদী থেকে আরেক নদী দীর্ঘ পরিক্রমণ শেষে
ক্লান্ত কানকো, নোনা শরীর ফেনায়িত তরঙ্গে ভাসছে !
অথচ তুমি যেতে চেয়েছিলে কুমারী মৎস্যকন্যার দেশে  
নতুন সৌরভে শ্বাস নিতে কাদামাটি ঘোলাজল
নিকোনো উঠোন ধানক্ষেত প্রাঙ্গন সত্তার ছায়াটুকু নিয়ে
ভেবেছিলে অন্যরকম এক জীবন পাবে।
অন্যরকম আলো !