১। **ছল**


যদিও রক্ত শোষক  
তবুও সন্ধ্যাকালে সঙ্গীতময় ধ্বনি তুলে বাতাসে
মানুষের মাথার উপর মশা ওড়ে।


২। **আলোয় ফেরা**


অন্ধকারে কি খোঁজো কবি?
শিল্প! অন্তত আলোতে
নিজের ছায়ার সাথে আগে বাঁচতে শিখো।


৩। **ব্যাকুলতা**


উঠে দাঁড়াতে গেলেই
অদৃশ্য এক হ্যাচকা টানে
মুখ থুবড়ে পড়ে যাই তোমার বুকের কাছে
ওখানে কি এমন দৈবশক্তি আছে?