সাঁতার কাটি তোমার স্বচ্ছ নীল জলে
চকচকে রুপালি মাছ…
দৃশ্যত পেরিয়ে যাই মাইল মাইল পথ
আদতে ঘুরপাক খাই তোমার নাভিকমলে!!


শীতে পাতা ঝরে পড়লে
শোকে কখনও কাতর হয় না বৃক্ষ।
প্রকৃতির স্বভাবিকত্ব এই,
শাখায় আবার নতুন পাতা গজায়
বসন্ত এলেই।।


আমাদের হেঁটে চলে যাবার কথা;
অথচ একটা চুম্বনের লোভে
আমরা দিঘির জলে পা ডুবিয়ে বসে আছি
চাঁদ ডুবে গেল…
কিন্তু আমাদের ঠোঁট কারো ঠোঁট ছুঁল না!!


প্রেমের সব অলংকার খুলে ফেললে
শুধু শরীর থাকে। তাও জাগ্রত নয়!
পরস্পরকে তখন ছুঁড়ে মারি শূন্যে
তারপর সশব্দে ফেটে যাই বাতাসে!!


একমাত্র কবিরাই পারে
নীলিমার বুকে থরে বিথরে সাজানো
মানুষের বেদনার চিহ্ন দেখাতে!!