প্রতিটি স্বপ্নের ভিতর আলো ছড়িয়েছে যে
সেই জাদুর জোনাকি
তার সাথে দেখা হবে কাল
যার অলীক স্পর্শ আগুনে পুড়ে
পৃথিবী হয়েছে জলময়
যদিও এই বরষা হীরণ্ময় বিকেল
আমার নয় আমার নয়
অন্য কারও
তবু ভালবেসে ভালবেসে
তার কাছে ঋণী থেকে যাব
চিরটাকাল
যে ফুল ফোটেনি এখনো
বসন্ত অপেক্ষায়
তার কাছে হৃদয়ের ভাষা চাই
আনন্দ বেদনায় যার সুরে গান গাই
সেই পাখি সেই পাখি
যত্নে রাখি সুন্দরের আরাধনায়
বুকের গহীন খাঁচায়
অন্ধকারের খোলস ছেড়ে
নেমে আসে যে ধরাতলে
শব্দ ছন্দের মুর্ছনায়
তার প্রতিটি জন্মের কাছে
ঋণী থেকে যাই ঋণী থেকে যাই