বসন্তের এই আগুনজ্বলা সন্ধ্যায় তোমার চুম্বনের প্রতিউত্তর হতে পারে
কেবল একটি বিশুদ্ধ চুম্বন
কিন্তু এখন আমার পকেট ভর্তি দিনান্তের ভালোবাসাহীন চিৎকার,
ললাটে গোপন দুঃখের স্বেদ
যখন হাটছি ফুটপাতে বা পার্কে, বসছি ক্যাফে বা রেস্তোরায় কিংবা অভিজাত কোন শপিং মলে  
অসংখ্য মানব মানবী ও রঙ বেরঙের পুতুলের ভিড়ে ছড়িয়ে যাচ্ছি
বিস্রস্ত আলোর ছদ্মবেশে
বস্তুত একটু একটু করে গুটিয়ে যাচ্ছি নিজের ভিতর নির্বিশেষে।  


এখন আমার ছায়ার বিরুদ্ধে স্বয়ং আমি !
আমার বিরুদ্ধে কে?