ভেবেছিলাম, আরো কয়েক যুগ কেটে যাবে
তোমার অপেক্ষাতেই;
তারপর, কোন এক তীব্র শীতের রাতে
হঠাত তুমি এলে,
মুখ লুকিয়ে খুব কাঁদলে আমার উষ্ণ বুকে;
তোমার চোখের জলে
পোড় খাওয়া জীবনের শীতল স্রোত;
কতো অনুযোগ তোমার !
কেন বুঝায় নি তোমায় ?
এতো ভালোবাসি!!
তোমার রক্ত, স্নায়ুতে যে আমি মিশে আছি
কেন  বলনি একটি বার?
আমি, তোমার মাথায় হাত বুলিয়ে বললাম,
যেমন করে সবায় চায়,
তেমন করে তো চাইনি তোমায়;
খুব সহজেই কি তোমায় পাওয়া যায় ?
তুমি সুন্দর তাই দুর্লভ ।।