রক্তের ভিতর কাঁচপোকারা
কিভাবে যে সংসার পাতে
যখন তোমাকে ঘিরে
নৃত্য করে ছয়টি ঋতু
ছয় রকম সাজে


এখন এক ফুঁৎকারে
উড়িয়ে দিয়ে ছন্দবন্ধ জীবন
তুমি যাচ্ছ জলের দিকে
আমি পেরিয়ে যাচ্ছি রক্ত নদী
শিরা উপশিরায় খেলছে
একটি হলুদ পাখি


স্বপ্নের আতাফল ঠোঁটে ঝুলে
চোখের কোণে রাত্রি নেমে এলে
আমরা কিভাবে যে ঘুমিয়ে থাকি
রক্তের ভিতর কাঁচপোকারা
কিভাবে যে সংসার পাতে


যখন টুকরো টুকরো
মেঘের খামে বুকের উপর
তুমুল বৃষ্টি নামে
তখন এক ফুঁৎকারে
উড়িয়ে দিয়ে ছন্দবন্ধ জীবন


তুমি যাচ্ছ শ্যামল বনে
নতুন জীবন জন্ম দানে
আমি পেরিয়ে যাচ্ছি রক্ত নদী
শিরা উপশিরায় খেলছে
একটি হলুদ পাখি।