আমাকে শুধরে দাও
জিভদণ্ড বেয়ে উঠে আসা সাপ অথবা শব্দঈশ্বর
নাইতে নেমে হারিয়ে ফেলা চোখ
ফিরিয়ে দাও রূপসীর ওই পুণ্যবতী হাত
ধ্যানে ধানে মগ্ন পিতা
তুমি মুখ ফেরালে যাবতীয় অসুখ সামনে চলে আসে
প্রতিটি হনন শেষে
রক্তে কেন জেগে থাকে এমন উজ্জ্বল আকাঙ্ক্ষা?