শব্দ বেরিয়ে আসছে অনবরত
রাজপথে মিছিল করতে করতে
জীবনের উর্বর ভূমিতে
নতুন অঙ্কুর গজাবে বলে।
শব্দ বেরিয়ে আসছে
পৌষের ঠান্ডায় কাঁপতে কাঁপতে
অশীতিপর বৃদ্ধার হাত ধরে
ম্লেচ্ছ বলে আজরাঈল
এখনও ছোঁয়নি যাকে।
  
শব্দ বেরিয়ে আসছে মরা নদী বেয়ে
বুড়িগঙ্গার কান্না হয়ে,
সীমান্তে ঝুলন্ত লাশ হয়ে
রাজপথে মিছিল করতে করতে
একটি আস্ত কবিতা হবে বলে।


শব্দ বেরিয়ে আসছে প্রতিবাদী
যুবকের কন্ঠস্বর থেকে
বস্তি থেকে, নর্দমা থেকে,
পতিতালয় থেকে মধ্যরাত্রির শরীর থেকে
চিৎকার করতে করতে...
কখনও নিঃশব্দে ফুলের গন্ধ মেখে।


বুনো মোষের মতো শব্দ তেড়ে আসছে
ক্ষয়ীষ্ণু মূল্যবোধের বেড়া ভেঙ্গে
সুশীল সমাজের আত্নরোদন হয়ে!


শব্দ বেরিয়ে আসছে
রজনীতিকের বক্তৃতা থেকে
গণতন্ত্রের ভাঙ্গা চোয়াল ধরে
রাজপথে মিছিল করতে করতে
একটি আস্ত কবিতা হবে বলে।
                                                     ২৬/০৭/২০১৭,ঢাকা।