ভালোবেসে নক্ষত্রের বৃষ্টিতে ভিজে
মুঠোভর্তি অঘ্রাণের রোদ নিয়ে
এসেছিলো যে জীবন
সে কি জানে ?
শহরটা কতো পালটে গেছে এখন
পালটে গেছে গোধূলি বেলার গান,
সান্ধ্য ঘ্রাণ; স্বপ্নের রঙ-
ছোট হয়ে গেছে মানুষের বেঁচে থাকা,
দেখা-অদেখা, প্রেম ভালোবাসা;
ধবল জ্যোৎস্নার দুধ চুষে নেয়
অবশ রাত্রির শরীর এখানে;
পালটে গেছে চুম্বনের মানে !
কতো প্রেমিক খুনি হয়েছে
কতো খুনি হয়েছে ফেরারি প্রেমিক !
চারপাশে শস্যদানার মতো
ছড়িয়ে আছে অবিশ্বাস,
বসন্ত হন্তারক মন,
উৎপীড়িত যাপিত জীবন!
বিপন্ন নদী,বন আর বৃক্ষের ক্রন্দন
উপেক্ষা করে বুকের বোতাম
খুলে হেঁটে বেড়ায় উদ্ভ্রান্ত যৌবন!
কর্পোরেট বিজ্ঞাপনে জিম্মি
মধ্যবিত্ত খুচরো কষ্টগুলো বুক পকেটে
ধাতব মুদ্রার মতো ঝনাৎ ঝনাৎ বাজে সর্বক্ষন ।
এই শহরটা কতো পালটে গেছে এখন !