তোমার জাদুকরী আঙুলে ঝুলে আছে কৃষ্ণপক্ষ।  
ডাকিনীর রক্ত চক্ষু ভেদ করে সর্পদেহ,  
নীল জিভ নেমে যাচ্ছে অন্ধকার জলের গর্ভে।
রাজহংস ক্রেঙ্কারে বিপন্ন মধ্যাহ্নে ভাঙা আর্শিতে
মাছ আর জলপতঙ্গ পিরিত দর্শন শেষে
উৎসমুখে ছড়িয়ে পড়ছে টুকরো টুকরো আলোর শরীর।
আমাদের পায়ের তলায় কোন মাটি নেই  
শুধু বায়ুর ঘূর্ণি, ধাতব জীবাশ্ব আর জলের বিভ্রম
তবু শুক্লপক্ষ অভিমুখে হাঁটছি অবিরাম।।