স্তব্ধ রাতে তোমার শোকে
           কার্পাস ফলের মতো
ফেটে যাই আমি!
তবু বিশ্বাসের চূড়ায় উঠে
         আমার দু’হাত তোমার দিকে...
চোখের চরে আটকে থাকে  
            শুকিয়ে যাওয়া কৃষ্ণচূড়া।
মুখ ফিরালেই মুক্তি পাবে
             এই আশাতেই আকাশ ছুঁলে!
মুখোশ খুলে দেখো একবার
              বুকের কাছে কাকে পেলে?
ত্রস্ত পায়ে পালিয়ে গেলে
             হিসাব-নিকাশ সব চুকালে
তবুও কিছু রেখে গেলে
             যোগ বিয়োগের খাতায়
শূন্য(০) টা তো আমায় দিলে।।