একবার নদী এসে হুড়মুড় ঢুকে পড়ল আমাদের ঘরের ভেতর
দেহের ভেতর দেহ নিয়ে আমরা ভাসছি
চোখ বুজে নিদ্রাহীন রাত, দলাপাকানো লাল পিঁপড়ে  
ভেঙে পড়া একটা সকাল
স্বপ্ন দেখছি গোলাপে ছেয়ে যাচ্ছে তোমার নীল শহর!  
মন্দির থেকে ধুপ ধোঁয়া, মসজিদ থেকে আগরবাতি—
ভেসে আসছে একসাথে আযান, ঘণ্টা ধ্বনি...
জানিনা,মাটি হতে শিকড় ছিঁড়ে যাওয়ার সময়টায়  
তুমি কোন ব্যাথা অনুভব করেছিলে কী না