জন্মের পর থেকে আমি তো স্বর্গের দিকেই যাচ্ছিলাম  
হঠাৎ আমার পথ আগলে দাঁড়াল
মানুষের মুখোশ পরিহিত একটি অতিকায় কুকুর  
সপ্ত নরক মন্থন শেষে যে এইমাত্র পৃথিবীতে এসেছে  
তার জিহ্বা নিঃসৃত বিষাক্ত লালা রসে সংক্রমিত  
পৃথিবীর তিনভাগ জল-
আর চোখের দাঊ দাঊ অভিশাপে পুড়ছে নক্ষত্রমণ্ডল!  
কিন্তু আমি দেখতে পাচ্ছি-
ঈশ্বরের মিনারে এখনো লন্ঠন জ্বলছে;
আশ্চর্য সব ফুলে সজ্জিত স্বর্গের সিঁড়ি দুলে দুলে উঠছে
আর অশ্বক্ষুরে বিধ্বস্ত পথে
বৃষ্টির মতো ঝড়ে পড়ছে গ্রাফাইট অক্ষর!
জন্মের পর থেকে আমি তো স্বর্গের দিকেই যাচ্ছিলাম  
কিন্তু আমার ষড়রিপু-
আমাকে একটি কুকুরের মুখোশ পড়িয়ে দিল
এবার সপ্তনরক মন্থনে যেতে হবে আমাকেও!