অনেক তো হলো কাটাকুটি খেলা
                জ্যামিতিক সূক্ষ্ণ নিয়মে
জীবন বৃত্তের পরিধি মাপা।


এবার তো যেতে হবে
             দুর্বিষহ দিন,
কড়ারোদ পাহারায়
                       তবু যেতে হবে...
জ্যোৎস্নার অভিমানে
            কাতর বনোতল  
                        তবু যেতে হবে...
ভালোবাসার বাগানে
       আশ্চর্য সব ফুল ফোটাতে
                         যেতে হবে...
                               তোমাকে ও আমাকে
অতঃপর প্রত্যেককে ...
              প্রত্যেকের ছায়ায় দাঁড়াতে হবে।


নদীর শিয়রে চাঁদ
          ঢলে পড়ার আগেই...
             দিতে হবে কপালে শেষ চুম্বন
কোথায় রেখেছ বেঁচে থাকার টনিক?
                    এক গ্লাস দুঃখময় জীবন!  
এসো,চিয়ার্স!
           গ্লাসে গ্লাস ঠুকে
পান করে ফেলি এক চুমুকে
                           তারপর...
ভালোবাসা বুকের ভিতর
           কার্পাসের মতো ফেটে গেলে
  কোন কোন মৃত্যু
                অভিমানে আঙুলে ঝুলে থাকে।।