বুকের বোতাম খুলে নতুন করে আর কি ম্যাজিক দেখাবে— হে সুন্দর!
শয্যা ঘিরে বিষণ্ণ মশারি, রাত্রির দীর্ঘশ্বাস—উঠছে নামছে শান্তির পারদ
সুখের নামে চোখ থেকে উড়ে যাচ্ছে অশ্রুর মতো নীরব এক একটি পায়রা  
ক্রমশ ছোট হয়ে আসা হাত-পা নিয়ে ঝুলে আছি নিয়তির ফাঁক ফোঁকরে
জিরাফের গ্রীবার মতো উজ্জ্বল অর্থনীতি, প্রবৃদ্ধির মহান ফাঁদ—মাফিয়ার তীক্ষ্ণ দৃষ্টি,  
কালো টাকার নগ্ন ছায়া ভেদ করে কতদূর আর যেতে পারে আমাদের বিচ্ছিন্ন
নাগরিক বেঁচে থাকা ?
ক্যাসিনো পল্লী থেকে ভেসে আসছে ভুড়ি ভুড়ি নিহত চুম্বন আর প্রতিটি চুম্বন থেকেই
জন্ম নিচ্ছে ক্রুশবিদ্ধ রক্তমাখা এক একটি হাত—আঙুলে আঙুলে বিদ্ধ
প্রতিটি শিশু, সমাজ, সঙ্ঘ—রাষ্ট্রহীন দেশ ভেসে যাচ্ছে মানুষের আকালে  

এমন একটা সময়ে জঙ্ঘায় দুর্বিষহ ক্ষত নিয়ে তোমার সুরে গান গাইছি !