তুমি পাশে এসে দাঁড়ালে, হাত ধরলে
কিংবা মুখোমুখি বসে চোখে চোখ রাখলে
কোন কথা না বললেও একটু হাসলে  
অন্ধকারে আলো জ্বলে, ফুল ফোটে
অনেক দুঃখ ঘুচে যায়  
পায়ের তলার মাটি শক্ত হয়
বেঁচে থাকার ভরসা পাই, সাহস পাই স্বপ্ন দেখার
ভালোবেসে প্রতিকূল স্রোতে ভেসে যেতে যেতে
মুগ্ধ হই ক্রন্দসীর সুন্দরে
ঋতুর পর ঋতু সাজিয়ে বসে থাকতে থাকতে
আচ্ছন্ন চোখে আল্পনা আঁকি বসন্ত এলে
কিন্তু ঐ কৃষ্ণচূড়া জানে  
কতটা লাল হলে ফুটে ওঠে জীবন  
উৎসব জ্বরে পুড়তে থাকা এই শহরে