বৃষ্টির প্রার্থনা শেষে
শস্যের মুখ এখন সূর্যের দিকে
ভিজে স্যাঁতস্যাঁতে,শ্যাওলাধরা দিনরাত্রি নিয়ে
চল আমরাও যাই রৌদ্রে...
যদিও জলের প্রপাতে হাহাকার ছাড়া আজ  
অন্যকোন ধ্বনি নেই
দহন ছাড়া গভীরতর ভালবাসার
অন্য কোন মানে হয়না জেনেও
মানুষ ভালবেসে আজীবন আঁকড়ে ধরছে মানুষকেই
বিশ্বাসের পাঁচিল ঘেঁষে বাসনারা বেড়ে উঠছে
আপন বৈভবে...
আয়ুর টানে কঠিন
শিলাবক্ষ ভেদ করে পাতালে নামা ছাড়া
আর কোন গত্যন্তর নেই জীবনের...
তবুও পুষ্পগন্ধ ছড়িয়ে
সুন্দরের অমোঘ টানে মৃত্যুর ভূষণে
ফুটে উঠছে আরেক
ভিন্ন জীবন ভিন্ন নামে
বৃষ্টির প্রার্থনা শেষে
শস্যের মুখ এখন সূর্যের দিকে
ভিজে স্যাঁতস্যাঁতে,শ্যাওলাধরা দিনরাত্রি নিয়ে
চল আমরাও যাই রৌদ্রে...