যা কিছু বেঁধে ফেলেছি নিজের সাথে—
অবিচল আস্থায়—ভালো মন্দ।
পারেনি ফুল ফোটাতে যথেষ্ট—প্রজ্ঞা ও প্রার্থনা !
ঝরে পড়ে কুঁড়ি, ছিন্নডানা—দেহের ঢালে গড়াগড়ি,
কোন জঠরে লুপ্ত আলো সন্ধান করি—
কোথায় আছড়ে পড়ে অবাক জলের ঢেউ !
চোখের মতো সত্য সমুদ্র—ডুবতে গেলেই
ভেসে উঠি! জাপটে ধরি বোধিপ্রাপ্ত মোরগঝুটি
—দস্তুরকম ! মানুষ বিরাট বৃক্ষ—
ভেবে ভুল পথে যাই, হাতে পায়ে রক্ত মাখা জামা
খুলে ঝুলিয়ে রাখি—অপেক্ষা, লক্ষ্যভেদী কোন শিকারি
আসবে এবার।
নারীর নামেই নদী চিনি, বয়ে যাওয়ায় ধর্ম যে তার।
এমন প্রেমিক—বুকের বর্ম খুলে মর্ম বুঝায়,
আগুন খেকো—নিদ্রাঘোরে তুখোড় সময় তুঙ্গে বাজে !
দুর্বিপাকে আটকে আছে সকল সুর—মহত্তম অঙ্গীকারে
যা কিছু বেঁধে ফেলেছি নিজের সাথে—