আমার আঙ্গুলগুলো এখনও কী ভীষণ ব্যর্থ
ছোঁয়নি অগ্নি তবু কার যেন দাহ হলো
ডোবেনি জলে সব স্বপ্ন, আকাঙ্ক্ষা  
যদি অন্য কাউকে বলো ভালোবাসার কথা
অন্তত মুখ ঘুরিয়ে বলো
যেন না দেখে চোখ, বুঝে না ফেলে
তোমার গোপন ভাষা,অভীপ্সা, ললাটের রেখা  
জানি কোন ওষুধেই তো বন্ধ হবে না  
বেহুলার সনাতন কান্না    
তবু স্বেচ্ছায় এই ভেসে যাওয়া
চিরকালীন সুখ আর কাকে বলে  
যারা ভালোবাসে তারা জানে
কিঞ্চিত বিষ থাকে ফুলেরও ঘ্রাণে
তবু আকুল হৃদয় প্রতি ফাল্গুনে  


কোথা থেকে উঠে এলে এই মধ্যরাতে
করতলে জ্বেলে আস্ত চাঁদ, কোথায় বা যাবে
ঘুরে ঘুরে ওই নিঃসঙ্গতা
তোমাকে আমাকে সমান পোড়াবে
কতটুকু আর জানা হলো
জীবন সর্বদায় অনাগত, অস্বচ্ছ্ব,
চিরন্তন দুঃখের প্রতিবিম্ব  
তবু পিঠে পারদ মেখে যদি দাঁড়াই ঘুরে    
হাওয়া যদি উস্কে দেয় আমাকে তোমার দিকে
মেঘের মতো তুমি কি বৃষ্টি নেবে
ভেজাবে তুমুল ভালোবেসে পৃথিবী আকাশ