এ রাত তোমারি হোক! (সনেট)
====================@@@

শুনতে কি পাও ওহে তন্দ্রালু নিশুতি,
গড়েছো এ কার তরে অস্ফুট আকুতি?
মায়াবী ললাটে পরে চন্দ্রিমার টিপ,
বলো তো আকাশ কেন স্বপ্নিল বদ্বীপ?

মেঘের কুন্তলে বাজে প্রণয়ের গান,
ষোড়শী লহরী করে রূপালী সিনান।
লাজুক যামিনী সেও বিদর্ভের ভূমি,
ইশ্কের সরাব পান করেছো কি তুমি?

শুধু কি চাক্ষুসে নাচে যৌবনের সাড়া,
আড়েও গুমট কালো চুমে আত্মহারা!
তৃষ্ণার্ত দু’চোখে দেখে ব্যাকুল এ বাহার,
কেউ কি চাইতে পারে ছন্দিত আহার?

এ রাত তোমারি হোক ওগো সুহাসিনী,
না হয় থাকবো আমি আজীবন ঋণী!

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৭/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন