অবান্তর ভাবনা (অণু)
[email protected]@@
নোট দেখে কেউ
অংক ক’টা কষে,
ভাবলে জীবন
পিছলা বাঁশের তুল,
দিন গেলে তার
থাকতে গোড়ায় বসে,
ভাবনাটা শেষ
পায় না তবু কূল।।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬-০৯-২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
চমৎকার রূপকে সুন্দর উপদেশ।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর,
ভালো থাকবেন কবি।
চমৎকার কাব্য ।শিক্ষণীয় বিষয় ।
শুভেচ্ছা অন্তহীন, কবি বন্ধু।
চমৎকার আবেগময় জীবনমুখী মানবতাবাদী অনুভবের কবিতা, ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
জীবন অংক অমিল রয়ে য়ায়,
নেট জানেনা কোনো উত্তর তায়।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
বাহ্ ভারী সুন্দর
গোড়ায় গলদ
আজীবন বলদ,
শুরুতেই ভুল
দেয় তার মাশুল।
শিক্ষা সচেতনতার অনন্য কাব্যিকতা। অজস্র শুভকামনা জানাই, সুস্থ ও সুন্দর থাকুন সতত।
চমৎকার
মুগ্ধ হলাম পাঠ করে।
অভিনন্দন প্রিয় কবি।
অসার সংসারে , মানুষ শুধু ফাঁকা হাকডাক করে ।
সুন্দর রূপক কাব্যে মুগ্ধ ।
শুভেচ্ছা প্রিয়কবি , ভাল থাকুন সদা ।
ভুল ভাবনায় কি আর কুল পাওয়া যায়? দুর্দান্ত শিক্ষা এবং সচেতনতামূলক লেখনি প্রিয় কবি! দারুন ভালো লাগলো! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
দারুণ ভাবনার লেখা ।শুভেচ্ছা কবিকে ।
সেই, দিন গেলে হিসেব মেলে। দারুন । হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।