টুকরো কথা -৭৯ (অবিনশ্বর প্রেম)
============================@@@


’মানুষ প্রেম পিয়াসি,
প্রেম বুকে নিয়েই ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে।’
সেই যে নিরাপদ আশ্রয়ে শুয়ে
দুগ্ধ পান কালে পড়েছিলাম জননীর প্রেমে,
সেদিনই বুঝে গিয়েছিলাম ঘটনার সত্যতা।
টাটকা কণ্ঠনালি থেকে মুক্তি প্রাপ্ত প্রথম বাক্যটিও
হয়তো ছিলো -
’মা! তোর প্রেমই শুধুমাত্র মানে ও গুণে চিরন্তন!’


কৈশোরে এক শালিকের প্রেমে নিদ্রা আহার ক্ষয়ে
অকস্মাৎ জীবনটাই যেনো হয়ে উঠলো অরোধ্য।
বরইতলা আম্রশাখা গুলতির দরে কেনা সাবধানী দুপুর
এ এক অন্যরকম স্মৃতি চাষির অব্দ।
যে প্রকৃতির গাত্র গর্ভধারিণী মাতা তুল্য
তার গড়া প্রেম কি হতে পারে ক্ষণস্থায়ী বা নশ্বর!


’তোমাকে ভালোবাসি লীলাবতী!’
পত্রটা যেদিন গ্রাস করলো শতাধিক চোখের পর্দা,
নির্জলা হয়ে সামনে আসে রৌদ্র ও মেঘের প্রেমচক্র।
চাতকের শ্বাস
চকোরের আশ
সাধ্য কার যে করবে উপলব্ধি, ফুটন্ত যৌবন বিহনে!


স্বজন সুহৃদ সহধর্মিণীর প্রেম দ্বন্দ্বালয়ে রেখে
মাতৃহারা মন নিয়ে আজ বিবর্ণ প্রকৃতির মাঝে
লীলাবতীকে খুঁজি,
আর বলি -
হে মৃত্যু! একমাত্র তোমার প্রেম বিনে সবই ক্ষয়িষ্ণু
এই পৃথিবীর।
এড়িয়ে চললেও,
জন্ম থেকেই দাঁড়িয়ে আছো প্রতীক্ষায়।
আমি জানি -
কক্ষনো যাবে না তুমি হারিয়ে
শেষে পর্যন্ত আমারি সাথে না করে শাশ্বত আলিঙ্গন!


============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
03/03/2024ইং।



@বোরহানুল ইসলাম লিটন