অবলা এ’ রাতে
=========================@@@


ভীষণ কাতরে জাগা অবলা এ’ রাত
নিস্তব্ধ নভোর কোণে যদিও বা হাসছে সে’ শশী,
রাক্ষুসে মেঘেরা দিয়ে বারে বারে হানা
বাঁধছে বদন তার দয়াহীনে এলোকেশে কষি।


ঢুকেও ছায়ার মাঝে আরেকটা ছায়া
থাকতে ক্ষণিক ওরা পারছে না যেচে আলাপন,
পুষ্পের সুবাস নেই বাতাসের গায়ে
নদীর প্রবাহে ঘুরে পেঁচকের অশুভ রণন।


কলমির ঝাড়ে নেই ডাহুকের সাড়া
সবুজ মাঠের মায়া ভুলেছে যা নিশাচরী পাখি,
ভূতুড়ে গাছের আড়ে জ্বালায়েও আলো
অকালে খোয়েছে যেন জোনাকেরা সুকোমল আঁখি।


তবুও ডাকছে এক বিরহিণী বক
কি জানি করেছে কি না চুরি কেউ কলিজার ছানা,
আঁধার চলেছে ধেয়ে নক্ষত্রের দেশে
কর্কশ নজরে গড়ে কালিমার ঘুটঘুটে দানা।


ভাবি আমি কার কথা বসে এ’ বিরলে?
আহত আকুতি যায় বারে বারে ধেয়ে
তৃষ্ণার্ত শালিক হয়ে কোন এক বকুলের তলে।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১০/০১/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন