অবশেষে একদিন, আর্তনাদের ঋণ ও
তবু ভাবি (তিনটি অণু)
===========================@@@


(১) অবশেষে একদিন


না পেলে শীতল ছোঁয়া হারে একদিন
শুষ্কতার ঘাতে কোন ধরাতলে সবুজের সিঁড়ি,
সাগরও শুকিয়ে যাবে ক্ষয়ে লোনাজল
পাঁজরে জাগলে তার দিনে দিনে বিষাদের গিরি!


(২) আর্তনাদের ঋণ


যে আর্তনাদ পাঁজর ভেদ করে কারো
অনন্তের পথে যায় চিরতরে ধেয়ে একদিন,
আহত কম্পন তার ফুরায় না কভু
বিক্ষত হৃদয়ে জেগে আজীবন চষে চলে ঋণ!


(৩) তবু ভাবি


এমনি ভাবে চললে লিখে ইচ্ছে মতো বছর জুড়ে,
বলবে জানি অনেক লোকই মন্দ আমায় দিন দুপুরে!
দেখবে না সেও মনন সঁপে যার হৃদে সুর গড়বে ঘানি,
তবু ভাবি কেউ তো আছে নিবেই খুঁজে নিগুঢ় বাণী!


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন