অদ্ভুত রহস্য, কতদিন হলো দেখিনি ও
তবু গেছে থেমে (তিনটি অণু)
==========================@@@


(১) অদ্ভুত রহস্য


অদ্ভুত রহস্য গেছো চিরতরে বুনে
করেও আপ্রাণ চেষ্টা পেলাম না আজও খুঁজে তল,
হয়তো থাকলে হতো শার্লক হোমস
কিংবা কিরীটী রায়, ফেলু দাও এখানে অচল!


(২) কতদিন হলো দেখিনি


রচেও দখিনা বায়ু খোলা বাতায়নে
শুকনো আকাশে পেয়ে ভাবি ক’টা মেঘের শাবল,
কতদিন গত হলো দেখিনি সে’ ক্ষিতি
যেখানে যক্ষ’র প্রিয়া রেখেছিলো আঁখির কাজল!


(৩) তবু গেছে থেমে


প্রতিটি দিনের শেষে
সুরুজ হারাবে পাটে
তারপর, আঁধার আসবে এক
নতুন দিনের রাঙা পূর্বাভাস বুকে নিয়ে নেমে,
এ’ খেলা নিত্য ই চলে ধরণীর বুকে
হয়েও আমার প্রাণ তবু স্রোতধারা
মোহনার বাঁকে গেছে থেমে!


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন