আজব বিলের ধারা
====================@@@
মাছরাঙা উদ পানকৌড়ি সাপ
খ্যালে বলে তাস,
ধায় বিলে ভাই আজব সময়
শুধুই ফাগুন মাস।
গর্বে দ্যাখে ঘাস খেয়ে রুই
কই পাঁকালের খেল,
শিং খুঁজে রোজ বিজ্ঞাপনে
শোল গজারের দেল।
ট্যাংরা পুঁটি ভাগ করে খায়
ভোলার শখের ছিপ,
দর পেতে ঢের বোয়াল যাচে
মেরুন কালার টিপ।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/১০/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন