আজও আছি বসে! (১১০০তম প্রয়াস)
==========================@@@


সেই যে গেলে আমায় রেখে আসবো বলে ফিরে,
আজও আমি বসেই আছি গুড় এ’ নদীর তীরে!
দেখে ঢেউয়ের লুকোচুরি
অপেক্ষাতেই উড়াই ঘুড়ি
মান অভিমান সঁপে স্মৃতির জালে -
গায় কি তবু দুষ্টু শালিক হিজল গাছের ডালে!


রাঙা ঠোঁটের মাছরাঙাটা রচে যখন হাসি,
আছড়ে পড়ে ঝির ঝিরে বাও কিশলয়ে আসি।
শিখছে যা লাফ ব্যাঙের ছানা
আর কি শুনে কাকের মানা!
ব্যাকুল কথা যায় রেখে এই ভালে -
গায় কি তবু দুষ্টু শালিক হিজল গাছের ডালে!


বাম পাশের ওই ধানের ক্ষেতে দেখে ফিঙের খেলা,
কতোই এসে ধড়ফড়ে মেঘ সাজায় নতুন ভেলা।
দৌড়ে খুঁজে শুষ্ক ধুলি
ঘাস ফড়িঙের কোলাকুলি
সরষে ক্ষেতের বক্ষ চিরা আলে -
গায় কি তবু দুষ্টু শালিক হিজল গাছের ডালে!


যায় সুদূরে অনেক বক-ই এঁকে নিখুঁত সারি,
সূর্য গেলে শেষ বিকেলে অস্তাচলের বাড়ি।
গরুর খুরের শব্দ শুনে
হংস আশার প্রহর গুণে
জল হারা আধ কলমি ঝরা খালে -
গায় কি তবু দুষ্টু শালিক হিজল গাছের ডালে!


এমনি করেই দিন চলে যায় আঁধার নামে হেসে,
জোনাক জ্বালে সাঁঝের বাতি ঝোপ-ঝাড়ে ফের এসে।
শ্যামলা ঢালে একলা বসি
আমি দেখি কালের শশী
রাখতে স্বপন রাঙা ভোরের পালে -
গায় কি তবু দুষ্টু শালিক হিজল গাছের ডালে!


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০২/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন