আজও ভালবাসি তোমাকে (এক্রোস্টিক ফরমেট-১)
বোরহানুল ইসলাম লিটন
======================@@@


আশায় গড়েছি আলো হৃদে পুষে স্মৃতি
জমিন যেমন সাজে তরুলতা রাখি,
ওগো বিদেশিনী! তুমি ভুলেছ কি প্রীতি
ভালবেসে যা দিয়েছি ক্ষয়ে ক্ষয়ে মাখি?


ললিত স্বপ্ন আজও বুকে রেখে ধরি
বাতায়ন খুলে দেখি জ্যোৎস্নার হাসি,
সিক্ত বদন দেখে বুঝি বিভাবরী
তোমার তালাশে চলে আঁধারে সে ভাসি।


মান অভিমান যেথা জেগে করে খেলা,
কেতক গড়ে কি সেথা অকাতরে ভেলা!!


(এক্রোস্টিক ফরমেট-এ এটি আমার লেখা প্রথম কবিতা তাই
প্রিয় কবিদের প্রতি অনুরোধ রইল ভুল-ত্রুটি
থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন)


(কবিতাটি প্রিয় কবি ‘ডা. প্রদীপ কুমার রায়(সুশোভন কবি)’-এর
’এক্রোস্টিক ফরমেট’-এ লেখা কবিতায় আকৃষ্ট হয়ে লেখা, তাই
আমার এ ক্ষুদ্র জ্ঞানের নগণ্য প্রয়াসটি প্রিয় কবির প্রতিই
অতি শ্রদ্ধার সাথে উৎসর্গ করলাম)


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩/০৫/২০২১ইং।