একাকীত্বের দান
====================@@@


(১)
আড়েই রেখে একাকীত্ব
কষ্ট দিলেও বেশ,
তবু তারে বলতে শেখায়
’বেশ তো আছি বেশ!’


(২)
বিষের চেয়ে তীব্র হলে
একাকীত্বের জের,
দুঃখ সুখ সে মিশ্রনে রয়
এক টনে এক সের।


(৩)
একাকীত্ব যা করে দান
কোনটা দরে বেশী?
’পেটকে দিয়ে নির্বাসনে
পিঠকে সাজায় দেশী!’


(৪)
বুঝবে না কেউ খুব সহজে
একাকীত্বের জ্বালা,
যতক্ষণ না সুখের ঘরে
ঝুলবে দুখের তালা।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন