আলাদিনের চেরাগ পেলে
====================@@@


পেতাম যদি আলাদিনের
চেরাগ আমি হাতে,
নির্জনে খুব ঘষা দিতাম
একলা বসে রাতে।


দৈত্য এসে বললে তাতে
চাই কি হুজুর সোনা?
বলতাম আগে ক’ দেখি তুই
অশ্রু কেন লোনা?


না হলে ওর জবাবটা ঠিক
আমার মনের মতো,
হুকুম পেতো ’আন কবি মন’
ভাবতে অবিরত!


জানি তখন চুল না টেনেই
ধরতো চরণ দু’টি,
রাগ না করে দিতাম তারে
একটা দিনের ছুটি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন