আলিফ
বোরহানুল ইসলাম লিটন
====================
আলিফ মোদের ছোট্ট ছেলে
ঢক ছুরতে হিট,
ডাক দিলে সে চমকে তাকায়
চোখ করে মিটমিট।
হাত পা ছুঁড়ে ইচ্ছা মতো
লাগলে পেটে ভুখ,
চিল্লানিতে ঠিক কেড়ে নেয়
আলসে মনের সুখ।
ভোর প্রভাতে কেঁন্দে যখন
নাক মুখে দেয় লাথ,
বাপ মা তখন ঠিক বুঝে নেয়
শেষ হয়েছে রাত।
দোলনা দুলে একলা খেলে
নিত্য সাথী ফুল,
পায় যদি সে হাত নাগালে
খামচে ধরে চুল।
পেট ভরা বেশ থাকলে খাবার
গান গেয়ে দেয় নাচ,
নয় বেশি তার জন্ম বয়স
মাত্র মাসেক পাঁচ।
==================
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭-০৮-২০২০ইং।