আমার ভাই ’বেদারুল’
=======================@@@
আমারই আপন ভাই নাম তার বেদারুল,
বিধাতার দান সে তো মর্ত্যের সেরা ফুল।
শ্যামলা গায়ের রঙ মাথা ভরা কালো কেশ,
হাসি ভরা মুখ গড়ে মায়াধারী সন্দেশ।

জন্মেই বাক হারা শ্রুতি হীন দু’টি কান,
তবু নেই মনে তার কিঞ্চিতও অভিমান।
কাজে-কামে অতি পটু কোথা পাবে জুড়ি তার!
অনায়াসে শিখে নেয় যা দ্যাখে সে একবার।

প্রতিদিন মাছ ধরে ফল জেনো দশে দশ,
লোকে কয় হাল ক্ষেতে খুব বেশী হাত যশ।
চিরকাল চাই-ই তার খলশানি পলো জাল,
ছাগ আর হাঁসে চষে বেপরোয়া গৃহী তাল।

দরকারে দ্বিধাহীন পায়ে হেঁটে করে হাট,
বরষার ভেজা সাঁঝে ঘরে বসে কাটে পাট।
পায় না মাঝারি দেহে রোগ ব্যাধি সুখে বাস,
ক্রোধ ভুলে করে তাই শীত খরা হাঁসফাঁস।

লেখা-পড়া ফোর পাস বোধ জ্ঞানে নয় কম,
মানুষেরে ভালোবাসা যেচে যায় হরদম।
শুধু সে বুঝে না ছলা কারে কয় তকদির,
বিধাতার দোরে রাখে রোজ তবু নত শির।

’সহমর্মিতার সংবেদন’
=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৮/২০২২ই।
@বোরহানুল ইসলাম লিটন


’সহমর্মিতার সংবেদন’