আমার গাঁয়ে
[email protected]@@
আমার গাঁয়ের মেঠো পথ আজও
ডাকে দিয়ে হাতছানি,
যেথা আছে মিশে সবুজের ক্রোড়ে
মায়ের বদনখানি।
ঝোপ ঝাড়ে হাসে কলমী ধুতুরা
পাখালিরা গায় গান,
পত্র দুলায়ে বায়ু করে সদা
খুশিতে পাকুড় দান।
বরষায় ফুটে শাপলা শালুক
ভরে যায় মাছে বিল,
বতরে বতরে জেগে থাকে মাঠে
ফসলের সারে দিল।
গোধুলী বেলায় ক্যাচ ক্যাচি সুরে
গরু মহিষের গাড়ি,
ব্যাকুলে সাজায় ধুলে দিয়ে মেঘ
অস্তাচলের বাড়ি।
ভাবী ননদিনী গাগরীতে সেচে
গড়ে সবজির ক্ষেত,
সাঁঝের পিদিম জোনাকিরা জ্বালে
তাড়াতে চুন্নী প্রেত।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৯/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
প্রিয় কবির ৬০০ তম উপস্থাপনার জন্য আন্তরিক অভিনন্দন।
চমৎকার লেখা। আসলে আমরা বোধহয় অনেকেই শিকড়ের কথা ভুলতে পারিনি, ওখানেই শান্তি পাই, কিন্তু দায়ে পড়ে দূরে থাকা।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
সুন্দর কবিতা!!
অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় কবি।
মনোমুগ্ধকর প্রকৃতি প্রেমের কবিতা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
প্রিয় কবির প্রকৃতির শৈল্পিক বর্ণনা দারুন ভাবে হৃদয়ে এঁকে যায় অনাবিল প্রশান্তির পরশ।
কাল্পনিক ছবি, গোধুলির নম্র পরিবেশ। অনেক শুভেচ্ছা অনন্য কবিতার জন্য।
অনন্য প্রকাশ
অসাধারন গ্রাম্য ছবির উপস্থাপনা ! খুব ভালো লাগলো ¡প্রিয় কবি অনন্ত শুভেচ্ছা জানাই ! ভালো তেজকুন অবিরাম !
দারুন পরিবেশন। রক্তিম শুভেচ্ছা।
প্রকৃতি প্রেমিকের কাব্য। ভালো থাকুন কবিবর।
শুভেচ্ছা নিরন্তর।
গ্রামের ধুলো প্রাণের সাথে
জড়িয়ে সুখের দোলায় মাতে।
গাঁও গেরামের ভালোবাসায় সিক্ত অসামান্য কাব্যিক প্রণয়নে মুঠো মুঠো ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় বরেণ্য কবি প্রিয়জন।
হার্দিক শুভকামনা রইলো সুস্থ ও সুন্দর থাকুন সতত।
দারুণ লাগলো মনকাড়া রচনা, শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
বেশ অনুভূতি প্রকাশ ----
সুন্দর প্রকৃতি বর্ণনায় , গ্রাম্য পরিবেশের কথা , ছান্দিক কাব্যে উপস্থাপনা , মুগ্ধ সুন্দর কাব্যে ।
প্রিয়কবিকে শুভকামনা, শারদ অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
প্রকৃতি প্রেমের জীবনমুখী দেশাত্মবোধক কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
প্রকৃতি এবং দেশপ্রেমের অপূর্ব কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
গায়ের ডাকের হাতসানিতে আমি মুগ্ধ।বাহ! কি অপুর্ব সুন্দর কবিতা।গভীর ভাল বাসা রইল।