আমার গাঁয়ে
====================@@@


আমার গাঁয়ের মেঠো পথ আজও
ডাকে দিয়ে হাতছানি,
যেথা আছে মিশে সবুজের ক্রোড়ে
মায়ের বদনখানি।


ঝোপ ঝাড়ে হাসে কলমী ধুতুরা
পাখালিরা গায় গান,
পত্র দুলায়ে বায়ু করে সদা
খুশিতে পাকুড় দান।


বরষায় ফুটে শাপলা শালুক
ভরে যায় মাছে বিল,
বতরে বতরে জেগে থাকে মাঠে
ফসলের সারে দিল।


গোধুলী বেলায় ক্যাচ ক্যাচি সুরে
গরু মহিষের গাড়ি,
ব্যাকুলে সাজায় ধুলে দিয়ে মেঘ
অস্তাচলের বাড়ি।


ভাবী ননদিনী গাগরীতে সেচে
গড়ে সবজির ক্ষেত,
সাঁঝের পিদিম জোনাকিরা জ্বালে
তাড়াতে চুন্নী প্রেত।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৭/০৯/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন