আমার গহর কানা
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


আহা!
কি গরমের জ্বালা!
প্রখর রোদের দাপ রোষে সব
করছে পুড়ে কালা।
লাজ খোয়ে তাই হাসছে উদম
দাদীর ঘরের চালা।


ঝির ঝিরে বাও ক্ষণিক শাখে
উঠছে যদি মেতে,
এক তালে ফুল ফলের সাথে
নাচছে রঙিন ক্ষেতে।
আর তা দেখে টুনি?
টুইট টুইট ডাক গানে তার
চলছে বাসা বুনি।


তান্ডবে সূর ভাঙছে বলে
স্নিগ্ধ হিমের বাড়ি,
তেরছা চোখে মেঘ চেয়ে তাই
দিচ্ছে কিরে আড়ি।
আমার গহর কানা!
প্রজাপতির পাখ মেলে আজ
খুঁজছে স্মৃতির দানা।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৬/২০২১ইং।